বিউরোঃ বিক্ষোভ মঞ্চের সামনে মাটির উনুনে খড়ি দিয়ে রান্না করে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশ পুতুল দাহ করে অভিনব কায়দায় জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানালো মালদা জেলা আরএসপি। সোমবার মালদা শহরের ফোয়ারা মোড়ে আন্দোলনে শামিল হন আর এস পির জেলা সম্পাদক সর্বানন্দ পান্ডে সহ বামফ্রন্টের নেতাকর্মীরা। উল্লেখ্য প্রতিদিনই বেড়ে চলেছে পেট্রোল ডিজেল,রান্নার গ্যাসের দাম, পাশাপাশি ভ্যাকসিন নিয়ে দুর্নীতি, গঙ্গা ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহ একাধিক দাবি নিয়ে মালদা শহরের ফোয়ারা মোড়ে অবস্থান বিক্ষোভ করে প্রতিবাদ জানালো মালদা জেলা আরএসপি নেতৃত্ব। গ্যাস সিলিন্ডারে মালা পরিয়ে এবং মাটির তৈরি উনুনের রুটি ভেজে সেই রুটি মঞ্চে উপস্থিত সংগঠনের কর্মীদের খাইয়ে দিয়ে অভিনব কায়দায় বিক্ষোভ দেখান উপস্থিত নেতৃত্ব।
