ইসলামপুর গণনাকেন্দ্রে ঢুকার মুখে পুলিশের বাঁধা! RAF-এর ব্যাপক লাঠি চার্জে রক্তাক্ত বিধায়ক হামিদুল
মঙ্গলবার গণনা চলাকালীন ইসলামপুর হাইস্কুলে গণনাকেন্দ্রে ঢুকতে গেলে পুলিশের বাধার মুখে পরে চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমান। অভিযোগ,কনো কিছু বুঝে উঠে ওঠার আগেই বিধায়ক হামিদুল ও তাঁর অনুগামীদের উপর বেধড়ক লাঠিচার্জ করে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।
ঘটনাস্থল থেকে গুরুতর যখম অবস্থায় শিলিগুড়ির একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। ঘটনার পর চোপড়ার বিধায়ক হামিদুল নিজেও পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেছেন।
জানা গিয়েছে, উত্তর দিনাজপুর জেলা পরিষদের চার নম্বর আসন থেকে নির্দলের টিকিটে লড়াই করছেন হামিদুলের মেয়ে। সম্ভবত সেই কারণেই গণনা কেন্দ্রের বাইরে অনুগামীদের নিয়ে উপস্থিত ছিলেন বিধায়ক।