বিনোদন

আমার এই পথ চাওয়া তেই আনন্দ, খেলে যায় রৌদ্রছায়া বর্ষা আসে বসন্ত

আজ রাতের চিঠি……

বানিব্রত দত্তঃ 

জীবন টা যে বড্ড কঠিন, চলে আঁকা বাঁকা হয়ে আর এই জীবনের সঙ্গেই চলে কত বোঝাপড়া। তারই মাঝে তুমি আমি অনেক টা অভিমানী- কিছু ভুল আর কিছু ঠিক। জীবন টা আজ কোথায় দাঁড়িয়ে খুব একটা জানতে চাই না, জেনে লাভ ও নেই….. অনেক কিছুই হয়ত বলে যাই তোমাকে নিজের ভেবে, চাওয়া পাওয়া গুলো তো ভীষণ কম, কোথায় কার কাছে কে জানে। কথায় আছে, জীবন টা নাকি শুধুই অ্যাডজাস্টমেন্ট আর কম্প্রোমাইজ…..সব সম্পর্কের ক্ষেত্রেও তাই, সব মানিয়ে নিলে ভালো, নয়ত সব কিছু ঠিক নয়, অনেক দোষ আর ভুলে ভরা…..কেন এমন?? কোন উত্তর নেই। এসব আলোচনা গুলো করতে করতে অনেকটা পথ পেরিয়ে এলাম আমি আর অনিন্দ্য। ট্রেন ছুটে চলেছে তার নিজস্ব গতিতে…..না থামলেই ভালো, নামতে চাই না কিন্তু নামতে হবে পরের স্টেশনেই। এবার ই প্রথম চেনা জায়গা টা বড্ড অচেনা লাগছে, সমস্ত মন খারাপ গুলো যে জায়গা টি তে এসে সবসময় মিলিয়ে যায়, আজ সেখানেও যাওয়ার কোন মন নেই। অনিন্দ্য জিজ্ঞেস করল, কি গো দিদি নামব তো….কি ভাবছ, এত আনমনা কেন তুমি?? ভাবছি….ওকে বলব আমি কি ভাবছি?? না থাক্…….আমি তো আমার মধ্যেই সবটা রেখে অভ্যস্ত, এটাও না হয় রইল।
আমি নামছি তোমার লাগেজ টা নিয়ে, তুমি এসো….. বলে অনিন্দ্য নেমে গেল। আমি ভাবছি আবার ফিরে যাই, যাব না আমার প্রিয় জায়গা টি তে…..বলেছিলাম তোমার সাথে যাব, অনেক কিছু বলার ছিল, অনেক আদান প্রদান ছিল, অনেক অভিযোগ ছিল, অনেক টা বন্ধন ছিল, অনেক জমে থাকা অভিমান ছিল, অনেক টা ভালবাসা ছিল, অনেক টা অধিকার বোধ ছিল……. কিন্তু তুমি থাকতে আর রাখতে চাওনা কোথাও, রাখতে চাও শুধুই ভুল গুলো কে।
আমি থাকতেই এসেছিলাম….. ফেলে আর ছেড়ে যেতে নয়।

মন টা আজ একটুও ঠিক নেই, তাও নামলাম ট্রেন থেকে….. অনিন্দ্য রওনা দিল তার বাড়ির দিকে আর আমি…..?? ঘুরে বেড়াব কয়েকদিন শুধু একা, নিজের সঙ্গেই করব কিছু বোঝাপড়া। “আমার এই পথ চাওয়া তেই আনন্দ, খেলে যায় রৌদ্রছায়া বর্ষা আসে বসন্ত…… “।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *