দেশের খবর রাজ্যের খবর

আজ হাওড়া, শিয়ালদা-সহ বাংলায় বাতিল অসংখ্য লোকাল, দেশে চলবে না ৩৩২ ট্রেন – তালিকা।

শনিবার পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে একাধিক লোকাল ট্রেন বাতিল থাকছে। হাওড়া ডিভিশনে একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। শিয়ালদা ডিভিশনেও একাধিক লোকাল ট্রেন বাতিল আছে। সবমিলিয়ে আজ পুরো দেশে কমপক্ষে ৩৩২ টি ট্রেন বাতিল করে দিয়েছে ভারতীয় রেল। সেইসঙ্গে কয়েকটি ট্রেন আংশিকভাবে বাতিল আছে।

আজ দেশে বাতিল ট্রেনের পুরো তালিকা কীভাবে দেখতে হবে?

১) ‘NTES’ বা ‘National Train Enquiry System – Indian Railways’ লিখে সার্চ করতে হবে।

২) নতুন পেজ খুলে যাবে। ডানদিকে ‘Exceptional Trains’ অপশন আছে। ওই ‘Exceptional Trains’-র ড্রপ-ডাউন বক্স আছে।

৩) ওই ড্রপ-ডাউন বক্সে ক্লিক করুন। ড্রপ-ডাউন বক্সের প্রথমেই ‘Cancelled Trains’ অপশন আছে। ওই অপশন থেকেই আজ দেশের বিভিন্ন প্রান্তে কোন কোন এক্সপ্রেস, প্যাসেঞ্জার, লোকাল ট্রেন বাতিল আছে, তা দেখতে পাবেন।

৪) ওখান থেকেই আংশিক বাতিল ট্রেনের তালিকাও দেখতে পাবেন। ওখানেই সেই সুযোগ আছে। ‘332 trains cancelled (Start Date: 28-Jan)’-র উপরে আছে ‘Cancelled Type’। ‘Cancelled Type’-এ দুটি বক্স আছে। একটি ‘Full’, অপরটি ‘Partially’। আপনাকে ‘Partially’-র বক্সে ক্লিক করতে হবে। তাহলেই আংশিকভাবে বাতিল ট্রেনের তালিকা পেয়ে যাবেন।

পার্ক সার্কাস স্টেশনে ফুটওভার ব্রিজ তৈরির জন্য ট্রেন বাতিল

১) বজবজ শাখা: ডাউন ৩৪১৬৪/আপ ৩৪১৬৩।

২) ডায়মন্ড হারবার শাখা: ডাউন ৩৪৮৫৮/আপ ৩৪৮৫৭।

৩) লক্ষ্মীকান্তপুর শাখা: ডাউন ৩৪৭৫২/আপ ৩৪৭৫৭।

৪) ক্যানিং শাখা: ডাউন ৩৪৫৫২/আপ ৩৪৫৫৭।

কাটোয়া-ব্যান্ডেল শাখায় বাতিল ট্রেন

১) হাওড়া থেকে বাতিল: ৩৭৯২৫ হাওড়া-কাটোয়া গ্যালোপিং লোকাল।

২) ব্যান্ডেল থেকে বাতিল: ৩৭৭৫৭ ব্যান্ডেল-কাটোয়া লোকাল।

হাওড়া-বর্ধমান শাখায় বাতিল লোকাল ট্রেন

১) বর্ধমান থেকে বাতিল লোকাল ট্রেন (ভায়া কর্ড): ৩৬৮১২, ৩৬৮১৬, ৩৬৮৩৬, ৩৬৮৪০, ৩৬৮৫০ এবং ৩৬০১২।

২) বর্ধমান থেকে বাতিল লোকাল ট্রেন (ভায়া মেন): ৩৭৮১২, ৩৭৭৮২, ৩৭৮৩৪, ৩৭৮৩৮ এবং ৩৭৮৪২।

৩) কাটোয়া থেকে বাতিল ট্রেন: ৩৫০১২ (কাটোয়া-বর্ধমান লোকাল)।

৪) হাওড়া থেকে বাতিল লোকাল ট্রেন (ভায়া কর্ড): ৩৬৮১১, ৩৬৮১৩, ৩৬৮২৫, ৩৬৮২৯, ৩৬৮৫১ এবং ৩৬০১১।

৫) হাওড়া থেকে বাতিল লোকাল ট্রেন (ভায়া মেন): ৩৭৮১৩, ৩৭৮১৭, ৩৭৭৮১, ৩৭৮২৭ এবং ৩৭৮৩৭।

৬) বর্ধমান থেকে বাতিল ট্রেন: ৩৫০১১ (বর্ধমান-কাটোয়া লোকাল)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *