বিউরো ঃ- আর মাত্র কয়েক ঘণ্টা অপেক্ষা ! তারপরেই পর্দা কাঁপাতে চলে আসছে অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফের সূর্যবংশী। প্রায় গত এক বছর ধরে এই একটি ছবির জন্য হাপিত্যেশ হয়ে অপেক্ষায় ছিল সিনেমাপ্রেমীরা।২০২০ তে লকডাউন এর পরেই মুক্তি পাওয়ার কথা ছিল পরিচালক রোহিত শেট্টির এই ছবি। কিন্তু প্রেক্ষাগৃহ না খোলায় তা সম্ভব হয়নি। এমতাবস্থায় বহু ছবি হল রিলিজ এর বদলে বেছে নিয়েছে ডিজিটাল রিলিজ । নিউ নর্মাল বদলে দিয়েছে ফিল্মি দুনিয়াকে , কিন্তু রোহিত বা অক্ষয় কেউ ডিজিটাল প্লাটফর্মে রিলিজ এর পক্ষপাতী ছিলেন না । আর একটা কারণ বিগ বাজেটের ছবি সূর্যবংশী । অবশেষে অপেক্ষার দিন শেষ করে ৫ ই নভেম্বর মুক্তি পাচ্ছে এই বহু প্রতীক্ষিত ছবি । মাসখানেক আগেই মহারাষ্ট্র সরকার এর পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল ২২ শে অক্টোবর থেকে খুলবে সমস্ত প্রেক্ষাগৃহ । সূর্যবংশী প্রথম ছবি যা হল খোলার পর প্রথম চলবে পর্দায় ।এই মুহূর্তে সব থেকে বড় লক্ষ্য প্রায় দুই বছর পর একটা বড় সংখ্যক দর্শকে হলমুখী করা । দিল্লি, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু রাজ্যে প্রেক্ষাগৃহে প্রায় ১০০ শতাংশ আসন খুলে দেয়া হয়েছে । উপরন্তু দীপাবলীর সপ্তাহে মুক্তি পাচ্ছে ছবি , সব মিলিয়ে প্রথম দিনে ভালো ব্যবসার আশা দেখতে পাচ্ছেন ফিল্ম সমালোচকরা। রিপোর্ট মারলে প্রথম দিনে প্রায় ১৫থেকে ২০ কোটি টাকার ব্যবসা করতে পারে সূর্যবংশী। জানা যাচ্ছে ভারতের ১৬০০ স্ক্রিনে মুক্তি পেয়েছিল অক্ষয় কুমারের ‘বেল বাটম’। সূর্যবংশীর বেলায় সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২০০, অর্থাৎ দ্বিগুণ। বলা যাচ্ছে রোহিত শেট্টির কপ সিরিজের ছবিগুলির মধ্যে সূর্যবংশীর মুক্তি সবথেকে বড় হবে। পাশাপাশি ভারতের বাইরেও
১০০০ টি স্ক্রিনে মুক্তি পাবে এই ছবি। সূত্রের খবর ভারতে প্রথম দিনে ছবি দেখার জন্য আগাম টিকিট বুক হয়েছে ৩৮ লক্ষ। এর জন্য সর্বাগ্রে ধন্যবাদ ছবির পরিচালক রোহিত শেট্টির । মহারাষ্ট্রে পুনরায় প্রেক্ষাগৃহ খোলার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছিলেন তিনি। উল্লেখ্য ছবিতে সূর্যবংশী চরিত্রে অক্ষয় ছাড়াও সিম্বা ও সিংঘাম, ছবিতে অভিনীত নিজের নিজের চরিত্রে দেখা যাবে রণবীর সিং ও অজয় দেবগনকে।ক্যাটরিনা অভিনয় করছেন একজন চিকিৎসকের ভূমিকায়।
