তনুশ্রী ভান্ডারী ডেক্স ঃ-করোণা মোকাবিলায় ঝাঁপিয়ে পড়েছে রাজ্য!জারি করা হয়েছিল করা বিধি নিষেধ, তার ফলস্বরূপ আগের তুলনায় বেশ খানিকটা কমেছে সংক্রমণ। আবারো লকডাউন শিথিল করলো রাজ্য। আগের নির্দেশিকায় বলা হয় বিয়ে বাড়িতে সর্বোচ্চ ২০০ জন জড়ো হতে পারবে। খোলা জায়গায় মেলা করার ক্ষেত্রেও ছাড়পত্র দেয়া হয়। নতুন নির্দেশিকায় রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়, রাত ৯টা পর্যন্ত ৫০%গ্রাহক নিয়ে চালানো যাবে জিম। এছাড়াও রাত ৯টা পর্যন্ত ৫০% দর্শক নিয়ে যাত্রানুষ্ঠান চালানোর অনুমতি দেওয়া হয়। পাশাপাশি উপযুক্ত কোভিড বিধি মেনে সিনেমা ও ধারাবাহিকে আউটডোর শুটিংয়ের ক্ষেত্রে ছাড়পত্র দেওয়া হয়েছে।
