নাজির সেখ, ডেস্ক:- তৃণমূলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি আজ ত্রিপুরাতে গেলে তার উপর আক্রমণ করে বিজেপির কর্মী সর্মথকরা। তারই প্রতিবাদে আজ সন্ধ্যায় 117 নম্বর জাতীয় সড়কের উপর ডায়মন্ড হারবার সরিষার 246 মোড়ে তৃণমূল কর্মী সমর্থকরা আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে প্রতিবাদ ও বিক্ষোভ দেখানো হয়। সরিষা অঞ্চলের অবজারভার শামীম আহমেদের নেতৃত্বে সরিষার 246 মোড় এই প্রতিবাদ ও বিক্ষোভ দেখানো হয়। অভিষেক ব্যানার্জীর উপর আক্রমণের উপযুক্ত ব্যবস্থা না নিলে আগামী দিনে আরও বৃহত্তর প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচির নেবেন বলে জানান শামীম আহমেদ।
