তনুশ্রী হালদার, ডেস্ক :- ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের ফোনে আড়ি পাতার অভিযোগে করঞ্জলি অঞ্চল যুব তৃণমূল কংগ্রেস নেতা সৈয়দ রিয়াজুল সাহর নেতৃত্বে অবস্থান বিক্ষোভ হয় করঞ্জলি বাস মোড়ে।
বিধানসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব পান ডায়মন্ড হারবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক দায়িত্ব পাওয়ার পর প্রথম ত্রিপুরা সফরে গিয়ে হামলার মুখে পড়ে তৃণমূল কংগ্রেস সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপধ্যায়। হামলার মুখে পড়ে ও হামলার ছবি তুলে টুইট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার প্রতিবাদে কেন্দ্রে বিজেপি সরকারের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ দেখাতে থাকে তৃণমূল কংগ্রেস। শুক্রবার বিকালে করঞ্জিল অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করঞ্জলি বাস মোড়ে অবস্থান বিক্ষোভ করে। করঞ্জলি অঞ্চল যুব তৃণমূল কংগ্রেস নেতা সৈয়দ রিয়াজুল সাহ জানান , ২রা আগষ্ট তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরা সফরে গেলে বিজেপি তার উপর হামলা করে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা করে তাকে আটকানো যাবে না। এছাড়া তৃণমূল কংগ্রেস নেতা নেত্রীদের ফোনে আড়িপাতা নিয়ে বিক্ষোভ উগরে দেন। এদিন প্রতিবাদ ও অবস্থান বিক্ষোভ সভায় উপস্থিত ছিলেন করঞ্জলি পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সহ এলাকার সাধারণ মানুষ।