তনুশ্রী ভান্ডারী ডেক্স ঃ-অবশেষে ১৫ দিন পর SSKM হাসপাতালের উডবার্ন ওয়ার্ড থেকে বেরোলেন অনুব্রত মণ্ডল। শারীরিক পরীক্ষার জন্য বুধবার তাঁকে ভবানীপুরের রামরিকদাস হরলালকা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সূত্রের খবর, অনুব্রতবাবুর সিটি এনজিওগ্রাম হয়েছে। এর পর তাঁকে ফের ফিরিয়ে আনা হয় উডবার্ন ওয়ার্ডে।
হাসপাতাল সূত্রের খবর, অনুব্রত মণ্ডলের বুকে ব্যাথা কমছে না। তাই তাঁ এনজিওগ্রাম করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। এসএসকেএম-এর এনজিওগ্রাম করার ব্যবস্থা হয়েছে রামরিকদাস হাসপাতালে। বুধবার উডবার্ন ওয়ার্ড থেকে বার করে সেখানে তাঁকে নিয়ে যান হাসপাতালের কর্মীরা। বেশ কিছুক্ষণধরে তাঁর শারীরিক পরীক্ষা চলে। বিকেলে তাঁকে ফিরিয়ে আনা হয় উডবার্ন ওয়ার্ডে।
গত ৬ এপ্রিল গোরুপাচারকাণ্ডের তদন্তে সিবিআই দফতরে হাজিরা দিতে বেরিয়ে এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে ভর্তি হন অনুব্রত। তাঁর একাধিক শারীরিক উপসর্গ রয়েছে বলে দাবি তৃণমূলের। শ্বাসকষ্ট, হৃদযন্ত্রে সমস্যা তো আগে থেকেই ছিল, হাসপাতালে ভর্তি হওয়ার পর জানা যায় অনুব্রতর ২টি অন্ডকোষেই সংক্রমণ রয়েছে। যার জেরে জমছে পুঁজ। তা থেকে যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি। সেই থেকে উডবার্ন ওয়ার্ডে ভর্তি রয়েছেন তিনি। প্রায় ১৫ দিন পর বুধবার উডবার্ন ওয়ার্ড থেকে বেরোলেন অনুব্রত মণ্ডল।
অনুব্রত মণ্ডলের চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি মেডিক্যাল বোর্ড গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। অনুব্রতর শারীরিক অবস্থার দিকে লড়া নজর রেখেছে তারা। হাসপাতাল সূত্রে খবর, অনুব্রত মণ্ডলের স্বাস্থ্য নিয়ে কোনও ঝুঁকি নিতে চায় না তারা। তাই যাবতীয় পরীক্ষা নীরিক্ষা করিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চান চিকিৎসকরা।
